বাল্যবিয়ে দেওয়ায় মেয়ের বাবা-বরের কারাদণ্ড

জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদরে একটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন। এই বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে যথাক্রমে দুই বছর ও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর সাবানিয়া গ্রামে বাল্যবিয়ের আয়োজনটি পণ্ড করা হয়।
দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন বরের বাবা সাবানিয়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মো. ময়েজ উদ্দিন (৫৭) ও কনের বাবা শিবগঞ্জ উপজেলার গোলাপের হাট সতের রশিয়া চামা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে আকলেশ (৪৫)।
ইউএনও আলমগীর হোসেন জানান, বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ময়েজকে দুই বছর এবং আকলেশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।