বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি নিশ্চিত করেছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, তৃতীয় জামাতে জামিয়া শাবইয়্যাহ মালিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে আল আযহার একাডেমির প্রিন্সিপাল ড. মাওলানা আবদুল কাইয়ূম আযহারী।

এদিকে পবিত্র ঈদুল আজহার জামাত নির্বিঘ্ন করতে জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে ঘিরে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ আগস্ট) সকালে জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানান, প্রতিটি এলাকার ঈদের জামাতকে ঘিরে বিশেষ নিরাপত্তা থাকবে। এছাড়া থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা, ডগ স্কোয়াড, প্রবেশ গেইটে আর্চওয়ে, ওয়াচ টাওয়ারসহ পোশাকধারী এবং সাদা পোশাকে কয়েকস্তরের নিরাপত্তা বলয়। এ সময় মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ এবং ছাতা ছাড়া অন্যকিছু বহন না করার অনুরোধ জানান তিনি।