বিএনপি নিজেরাই নিজেদেরকে মাইনাস করেছে

নিজস্ব প্রতিবেদক : রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘১৬ জুলাই আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি নিজেরাই নিজেদেরকে মাইনাস করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘বিএনপিকে মাইনাস করার প্রয়োজন নেই। তারা নিজেরাই নিজেদের মাইনাস করেছে।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার দল দুর্নীতি, দুঃশাসন, নাশকতা ও দেশবাসীর ওপর নির্যাতন করায় তাদের অবস্থান তলানিতে গিয়ে ঠেকেছে।’

দীপু মনি বলেন, ‘বিএনপি তথাকথিত আন্দোলনের নামে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মানুষকে আগুনে পুড়িয়ে-পুড়িয়ে হত্যা করে দেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিশ্বের প্রথম তিন নম্বর দুর্নীতিবাজ সরকার প্রধানে একজন অভিধায় পরিচিত। খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতির কারণেই নিজে নিজে রাজনীতি থেকে মাইনাস হয়েছেন। সেখান থেকে তার দলের মহাসচিব যা কিছু বলে তা হাস্যকর।’

‘এতিমের টাকা আত্মসাৎ করায় তিনি (খালেদা জিয়া) কারাগারে রয়েছেন। তার দলের বাঘা-বাঘা আইনজীবী তাকে মুক্ত করতে পারেননি। কারণ তিনি অভিযোগে অভিযুক্ত। তার এ মামলা আওয়ামী লীগ সরকার দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলা হয়েছে। বিএনপির আইনজীবীরা এই মামলা আরো আগে নিষ্পত্তি করতে পারতেন। সেটা না করে তারা (বিএনপির আইনজীবী) এ মামলাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন।’

স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাংসদ গাজী গোলাম দস্তগীর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার কবির, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, মহিলা আওয়ামী লীগের নেত্রী বন শ্রী বিশ্বাস স্মৃতি কনা।