বিএসএমএমইউতে হচ্ছে নতুন ৬ বিভাগ, ১ অনুষদ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরো ছয়টি বিভাগ ও একটি অনুষদ হচ্ছে।

শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যায়ের ডা. মিল্টন হলে ৬৩তম সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদন পাওয়া বিভাগগুলো হলো- রেসপিরেটরি মেডিসিন, পেডিয়াট্রিক নিউরোলজি, প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন, প্যাডিয়াট্রিক কার্ডিওলজি, পেডোডনটিকস বিভাগ এবং মেডিসিন এডুকেশন অ্যান্ড বায়ো স্ট্যাটিসটিকস। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগগুলো নিয়ে ‘শিশু অনুষদ’ গঠন করা হবে।

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মাহমুদ হাসান, বিসিপিএসের সভাপতি অধ্যাপক ডা. মো. সানাওয়ার হোসেন, বিএমডিসির সভাপতি ডা. মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক কাজী শহীদুল আলম, অধ্যাপক মো. নজরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক এম ইকবাল আর্সলান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হারিসুল হক প্রমুখ।

আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (অর্থ ও হিসাব) মো. ছিদ্দিকুর রহমান ভূঁঞা, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (এইচআরএম) ডা. মো. জামাল উদ্দিন খলিফা প্রমুখ।