বিপিএল খেলতে ঢাকায় আসছেন হাশিম আমলা

খেলা ডেস্কঃ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে বলার মতো কোনো বিদেশি তারকা ক্রিকেটার নেই। তবে ধীরে ধীরে বিপিএলে বড় বড় তারকা ক্রিকেটাররা আসতে শুরু করেছেন। কয়েকদিন আগে প্রথমবারের মতো বিপিএল খেলতে রংপুর রেঞ্জার্সের সঙ্গে যোগ দিয়েছেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে ঢাকায় আসছেন হাশিম আমলা। খুলনা টাইগার্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
সোমবার (৩০ ডিসেম্বর) আমলার আসার কথা নিশ্চিত করেছেন খুলনার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এছাড়া আরেক পাকিস্তানি অলরাউন্ডার আমির ইয়ামিনও দলের সঙ্গে যোগ দেবেন। অবশ্য ইয়ামিন সোমবারই দলের সঙ্গে যোগ দেয়ার কথা।
সুজন বলেন, ‘আমলা ঢাকায় আসবেন আগামীকাল (৩১ ডিসেম্বর)। তারা দু’জনই বিপিএলের শেষ পর্যন্ত থাকবেন।’
হাশিম আমলা টেস্ট আর ওয়ানডের জন্যই বেশি মানানসই। তবে টি-টোয়েন্টিতেও তার রেকর্ড খুব একটা খারাপ না। ৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৩ গড়ে রান করেছেন ১২৭৭। আর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে ১৫৪টি ম্যাচে ৩০ গড়ে ৪২৮৪ রান করেছেন যেখানে দুটি সেঞ্চুরিও আছে তার।
বিপিএলে ঢাকায় আপাতত খুলনার কোনো ম্যাচ নেই। সিলেট পর্বে মাঠে নামবেন হাশিম আমলা।