বিমানে তীব্র ঝাঁকুনি এয়ার ইন্ডিয়ার ক্রু আহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার দু’টি যাত্রীবাহী প্লেনে তীব্র ঝাঁকুনির (টারবুলেন্স) ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) এয়ার ইন্ডিয়ার এ৩২০ প্লেনটি ১৭২ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে কচি হয়ে থিরুভানাথানপুরাম যাচ্ছিল। মধ্যআকাশে হঠাৎ তীব্র ঝাঁকুনির শিকার হয় সেটি। এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও প্লেনটি বড় দুর্ঘটনা এড়িয়ে নিরাপদেই অবতরণ করে। অবতরণের পরপরই সেটিকে পরীক্ষা করানো হয়। একারণে ফিরতি ফ্লাইটে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়।

এছাড়া, গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) একই প্রতিষ্ঠানের এ৩২১ প্লেনটি দিল্লি থেকে বিজয়াওয়াডা যাওয়ার পথে একই ভাবে ঝাঁকুনির শিকার হয়। এসময় এক কেবিন ক্রু আহত হন। প্লেনটি বর্জ্রঝড়ের কবলে পড়েছিল বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ি পড়া ছবিতে দেখা যায়, প্লেনের ভেতর খাবার, খাবারের ট্রে, কাপড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আরেকটি ছবিতে এক কেবিন ক্রুকে আহত অবস্থায় দেখা গেছে।