বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইট গুগল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইট গুগল। কারণ ইন্টারনেটের বিশাল ভাণ্ডার থেকে প্রয়োজনীয় কিছু খুঁজে পেতে বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীর ভরসা গুগল।

পাশাপাশি আপনি যদি সময় নষ্ট করার নতুন কোনো উপায় খুঁজে থাকেন, তাহলে সেটাও এবার পাওয়া যাবে ‍গুগলেই।

২৬ আগস্ট শুক্রবার, গুগলের সার্চে গেম খেলার সুবিধা চালু করেছে গুগল। গুগল সার্চে খুব সহজেই খেলা যাবে সলিটেইর অথবা টিক-টেক-টো গেম। এজন্য গুগল সার্চে solitaire অথবা tic-tac-toe লিখে সার্চ দিলে, সরাসরি সার্চ পেজেই খেলা যাবে এসব গেম।

কম্পিউটার এবং মোবাইল- উভয় ক্ষেত্রেই নতুন এই সেবা উপভোগ করা যাবে। টিক-টেক-টো গেমটির ক্ষেত্রে চাইলে আপনার পাশে একজন বসিয়ে তার সঙ্গে খেলা পারবেন।

এছাড়াও গুগল সার্চে অভিনব নতুন ফিচার হিসেবে যোগ করা হয়েছে ‘টস’ করার সুবিধা। ফলে টস করার জন্য হাতের কাছে পয়সা না থাকলেও সমস্যা নেই, গুগলেই এ কাজ সেরে ফেলা যাবে। গুগলে flip a coin লিখে সার্চ করলেই এ সুবিধা উপভোগ করা যাবে।