বুরকিনির বিক্রি ২০০ শতাংশ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে নিষেধাজ্ঞা আরোপের পর পুরো শরীর ঢেকে রাখা সাতারের পোশাক বুরকিনির বিক্রি ২০০ শতাংশ বেড়েছে।  মঙ্গলবার এ পোশাকের অস্ট্রেলীয় ডিজাইনার আহেদা জানেত্তি এ তথ্য জানিয়েছেন।

 

বোরকা ও বিকিনি সংমিশ্রিত ধারণা থেকে বুরকিনি চালু করা হয়েছে। সাতারের এ পোশাকটি পরিধান করলে কেবল হাত, পায়ের পাতা ও চেহারা ছাড়া পুরো দেহই ঢাকা থাকে। তবে ফ্রান্সে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনার পর ধর্মীয় বিদ্বেষ ইস্যুতে বুরকিনি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। দেশটির প্রায় ১৫টি শহরে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

লেবানন বশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক আহেদা জেনাত্তি জানান, সাতারের এই পোশাকটি স্বাধীনতা ও স্বাস্থ্যকর জীবনের প্রতীক, এটি বিরোধিতার প্রতীক নয়। ফ্রান্সে নিষেধাজ্ঞার কারণে তার এ পোশাক আরো প্রচারণা পেয়েছে। এর প্রতি আকর্ষণ অনেকের বেড়ে গেছে। অনলাইনে এর বিক্রি ২০০ শতাংশ বেড়ে গেছে।

 

তিনি বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় বেড়ে উঠেছি। আমার সারাটা জীবন আমি এখানে কাটিয়েছি। হিজাব মানে কী আমি জানি। বোরকা মানে কী আমি জানি। ইসলাম মানে কী আমি জানি। এবং আমি কে সেটাও আমার জানা।’

 

তিনি জানান, অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে যাতে মুসলমান নারীরা যেতে পারেন সেজন্যই এ পোশাকটি তৈরি করা হয়েছিল।