বেরোবির ভর্তি পরীক্ষা আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার সকাল ৯টা থেকে শুরু হচ্ছে। শেষ হবে আগামী ৫ ডিসেম্বর। এ বছর বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কাজ করবেন ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন চারটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম জাগো নিউজকে বলেন, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

তিনি বলেন, পরীক্ষার্থীরা মুঠোফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন ঘড়ি, ক্যালকুলেটর, হেডফোন) ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার হলে শিক্ষার্থীরা কাপড় বা অন্য কোনোভাবে কান ঢেকে রাখতে পারবেন না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করবেন ভ্রাম্যমাণ আদালত।

এ বছর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদের ২১টি বিভাগের অধীনে এক হাজার ৩১৫টি আসনের বিপরীতে ৭০ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।