ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বরিশালে জন্মাষ্টমী উদযাপন

স্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ও অসংখ্য ভক্তরা জন্মাষ্টমীর শোভাযাত্রা ও সমাবেশে অংশ গ্রহণ করেন। নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরের লাইন রোড মোড় থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়।

এর আগে, নগরের লাইন রোড মোড় চত্বরে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক বিজয় কৃষ্ণ দে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈদুল হোসেন লিটু।
সমাবেশে বক্তব্য রাখেন নগরের ধর্মরক্ষিণী সভার সভাপতি রাখাল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অত্যাচার-অনাচারের কারণে পৃথিবীতে যখন ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এ সময় তিনি দুষ্টের দমন করে সমাজে শান্তি ফিরিয়ে আনেন। তেমনি এদেশে যারা অরাজকতা সৃষ্টি করে সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।