ব্র্যাক ব্যাংক বন্ডের রেকর্ড ডেট আজ

অর্থনৈতিক প্রতিবেদক : ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাব-অর্ডিনেটেড ২৫ শতাংশ কনভার্টিবল বন্ডের রেকর্ড ডেট আজ ৬ অক্টোবর।
গত ১০ সেপ্টেম্বর এই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ যাদের কাছে বন্ডের ইউনিট থাকবে, তারা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সময়ের জন্য সুদ পাবেন। রেকর্ড ডেটের দিন ছুটি থাকলে এর আগের কার্যদিবস রেকর্ড ডেট হিসেবে গণ্য হবে।  চলতি বছরের শুরুর দিকে প্রথম দফায় বন্ডের ৫ শতাংশ ব্র্যাক ব্যাংকের শেয়ারের রূপান্তর করা হয়। ক্রেডিট রেটিং এজেন্সি বাংলাদেশের (সিআরএবি) বিবেচনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত এ বন্ডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ-থ্রি’।
ব্র্যাক ব্যাংক সাব-অর্ডিনেটেড কনভার্টিবল বন্ড ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ হাজার টাকা।  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ ১ হাজার ২৫ টাকায় বন্ডটির প্রতিটি ইউনিট হাতবদল হয়। গত এক বছরে এর দর ৯২৫ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে ওঠানামা করে। বন্ডের ইউনিটগুলোর ৯০ শতাংশই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। মাত্র ১০ শতাংশ ইউনিট রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।