ভর্তি পরীক্ষায়, প্রতি আসনে লড়বেন ৬৫ জন: কুবি

কুবিঃ ২০১৯-২০ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৫ জন।
বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭৭ জন ভর্তি প্রার্থী আবেদন করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১.৫৯ মিনিটে এ ভর্তি আবেদনের সময় শেষ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৭৫টি। ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ২৮ হাজার ২৯৫ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর সকাল ১০টায় ‘এ’ ও বিকেল ৩টায় ‘বি’ এবং ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।