ভর্তি পরীক্ষা না দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ!

ধর্ম ডেস্কঃ দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কুরআনের হাফেজদের জন্য ‘সফলতার পথ’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ দিতে যাচ্ছে। খবর জাকার্তা পোস্ট।

বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়ায় হাফেজে কুরআনদের বিশেষ মর্যাদা ও সম্মানের দৃষ্টিতে দেখা হয়। তাদের মতে, যারা কুরআন মুখস্ত করে তারা শৈশবে পবিত্র কুরআন শেখে এবং কিশোর বয়সের প্রাণন্তকর চেষ্টা তা মুখস্ত করে।

শিশু ও কিশোর বয়সে পবিত্র কুরআন মুখস্ত করার বিশেষ পুরস্কার হিসেবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা ছাড়া তাদের ভর্তির ব্যবস্থা করতে আগ্রহী কর্তৃপক্ষ।

কুরআনের হাফেজদের বিনা পরীক্ষায় ভর্তির সুযোগ করে দিতেই দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘সফলতার পথ’ নামক একটি কর্মসূচি তৈরি করছে। যার আলোকে নির্দিষ্ট কিছু বিষয়ে হাফেজ ছাত্ররা ভর্তি হতে পারবে।

ইন্দোনেশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শতকরা ১১ শতাংশ ছাত্র-ছাত্রী ‘সফলতার পথ’ কর্মসূচির মাধ্যমে ভর্তি হতে পারবে বলে জানায় কর্তৃপক্ষ।