ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে ৫ জন বাংলাদেশি আহত

জেলা প্রতিনিধিঃ রাজশাহীর চরখানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের রাবার বুলেটে অন্তত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শহরের কাটাখালী থানাধীন খানপুর সীমান্তের ১৬৩/১নম্বর পিলারের অদূরে সোমবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সাক্ষাৎ করে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
বিএসএফের রাবার বুলেটে আহতরা হলেন- সোহেল (২২), সুজন মিয়া (২২), সুরুজ মিয়া (২০), দুলাল মিয়া (৪০) ও রবিউল (২৫)। তারা কাটাখালী থানা এলাকার খানপুর গ্রামের বাসিন্দা।

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, কয়েকজন বাংলাদেশি সীমান্ত এলাকায় ঘাস কাটতে যায়। এসময় বিএসএফ-১১৭ ব্যাটালিয়নের কলাবাগান পোস্টের টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে থাকে। এ ঘটনায় সীমান্ত এলাকায় থাকা অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে খানপুর বিওপি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কলাবাগান বিএসএফ পোস্ট কমান্ডারের সঙ্গে দুপুর ১২টায় সাক্ষাৎ করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। এসময় বিএসএফ সদস্যরা দাবি করেন, আত্মরক্ষার জন্য তারা রাবার বুলেট ছুড়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।