ভেড়ামারায় ৬ ডাকাত গ্রেফতার

নাজমুল খাঁন;কুষ্টিয়া:  কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশনায় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ওসি মোল্লা মোঃ খবীর আহমেদের নেতৃত্বে সফল অভিযানে ভেড়ামারায় গরু ব্যবসায়ীর গাড়ি আটকিয়ে কুপিয়ে টাকা কেড়ে নেয়ার ঘটনায় ডাকাত গ্রেফতার

সম্প্রতি ভেড়ামারা নতুন হাটের রেল লাইনের পাশে ১৬ দাগ গ্রাম্য সড়কে গরু ব্যাবসায়ীকে কুপিয়ে নগদ প্রায় লাখ টাকা কেড়ে নিয়ে যায় ডাকাত দল। ঘটনার পর থেকে ডাকাতদের গ্রেফতারে অভিযানে নামে থানা পুলিশের চৌকস টিম। কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশনায় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী ভেড়ামারা থানার ওসি মোল্লা মোঃ খবীর আহমেদের নেতৃত্বে শুরু হয় ডাকাতি ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাড়াশি অভিযান। অতি দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করে পুলিশ ডাকাতির ঘটনা। এবং ডাকাতির মূল পরিকল্পনাকারী সহ মোট জনকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। সেই সাথে ডাকাতি কাজে ব্যবহৃত টি দেশীয় অস্ত্র হাসুয়া সহ গ্রেফতারকৃতদের কাছ থেকে গরু ব্যবসায়ীর খোয়া যাওয়া কিছু নগদ টাকা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো ভেড়ামারার নওদাক্ষেমিড়দিয়ার এলাকার মৃত রফিজ উদ্দিনের পূত্র কালু, আব্দুল মালেকের পূত্র আশরাফুল, মৃত জালালের পূত্র মন্জুর রহমান, জোয়াদ আলীর পূত্র বাবুল, রামকৃঞ্চপুর এলাকার নবীর উদ্দিন শেখের পূত্র দিরাজ শেখ ১৬ দাগ মুন্সি পাড়া এলাকার আজগর আলী মল্লিকের পূত্র বাবলু মল্লিক। গ্রেফতারকৃতদের গতকাল বুধবার থানা পুলিশ আদালতে সোপর্দ করলে তারা বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে বলে জানা গেছে।