ভোলার চরফ্যাসনে গৃহবধুকে গণধর্ষণ, আটক ২

বিশেষ প্রতিনিধিঃ চরফ্যাসন উপজেলায় এক গৃহবধু গণধর্ষণের অভিযোগে নয়ন মিস্ত্রী (২৩) ও মনির মাঝিকে (২৪) নামক দুই যুবককে গ্রেপ্তার করেছে চরফ্যাসন থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে তাদের আটক হরা হয়। আটককৃত নয়ন মিস্ত্রী পৌরসভার ৬নং ওয়ার্ডের কামাল মিস্ত্রির ছেলে ও মনির মাঝি আনছারুল হক মাঝির ছেলে।
গণধর্ষণের শিকার গৃহবধুর বাড়ি কিশোরগঞ্জের নোয়াপাড়ার কুলিয়ারচর গ্রামে। তার স্বামী মিজানুর রহমানের বাড়ি চরফ্যাসনে।
থানা হেফাজতে গৃহবধু বলেন, তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় মিজানুর রহমানের সাথে তার পরিচয় এরপর বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরে মিজানুর রহমান তাকে ফেলে চরফ্যাসন চলে আসে। তার খোঁজে মঙ্গলবার ঢাকা থেকে জাহাজযোগে চরফ্যাসনে আসলে রিক্সাচালক নয়ন আমার স্বামীর খোঁজে নিয়ে আসে পৌরসভার ৬নং ওয়ার্ডে। তার সহযোগী মনিরকে ফোন করে এক পরিত্যক্ত বাড়ির বাগানে নিয়ে জোর করে আমাকে ধর্ষণ করে। আমি ডাক চিৎকার দিলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
এঘটনায় চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, গণধর্ষণের ঘটনায় গৃহবধুকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর তার দেওয়া তথ্য মতে আসামিদের আটক করা হয়। পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।