ভয়াবহ ঘূর্ণিঝড়-ভূমিধস : জাপান

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে ঘূর্ণিঝড় ক্রোসার আঘাতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের প্রতিবেদনে জানানো হয়েছে যে, ঝড়ের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আরও ৪৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার জাপানের দক্ষিণাঞ্চলীয় হিরোশিমার কাছাকাছি এলাকায় ঘূর্ণিঝড়ের আঘাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে ওই ঝড়টি উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
ঝড়ের আঘাত থেকে বাঁচতে চার লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ইতোমধ্যেই বিমানের প্রায় ৮শ ফ্লাইট এবং ট্রেন সেবা বাতিল করা হয়েছে।সংবাদ সংস্থা কিয়োদো জানিয়েছে, সাগরে নৌকা নিয়ে ঘুরতে যাওয়া ৮২ বছর বয়সী এক ব্যক্তি ঝড়ের সময় পানিতে পড়ে মারা গেছেন। শক্তিশালী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে গেছে।