মতিঝিলে ২৭ কোটি টাকার ইলেকট্রনিকস পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক :
শুল্ক ফাঁকির মাধ্যমে অবৈধভাবে আমদানিকৃত প্রায় ২৭ কোটি টাকার এসি, টেলিভিশন ও কসমেটিক্স পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

বুধবার সকালে রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের বিপরীতে ম্যাক্স ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে ওই সব পণ্য জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মতিঝিল এলাকায় একটি ওয়্যারহাউসে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা প্রায় ২৭ কোটি টাকার নকল এসি, টেলিভিশন ও কসমেটিক্স জব্দ করেছে। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে।

তিনি আরো বলেন, কাগজপত্র পরীক্ষা করে এসব পণ্যাদি জব্দ করা হয়। বিকেলে এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ওয়্যারহাউসটি পরিদর্শন করবেন। এরপর বিস্তারিত জানানো হবে।