মাদারীপুরে ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার

মাদারীপুরঃ মাদারীপুরে নাশকতার অভিযোগে জেলা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পাঁচটি পেট্রলবোমা, তিনটি রামদা ও চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

বুধবার রাতে শহরের সৈদারবালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলার পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্র শিবিরের সভাপতি জাকির হোসেন (২৫), জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন সরদার (২৪) ও রাজৈর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরমান খাসালী (২২)। এরা সবাই মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী।

মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, শহরের সৈদারবালী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে- এমন খবরের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়।

এ সময় বাসা থেকে জেলা ছাত্র শিবিরের সভাপতি, সধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা ছাত্র শিবিরের সভাপতিকে গ্রেফতার করা হয়। বাসায় তল্লাশি চালিয়ে পাঁচটি পেট্রলবোমা, তিনটি রামদা, চারটি ল্যাপটপ ও চাঁদা আদায়ের একাধিক রশিদ, সদস্য ফরম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলার পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।