মাদারীপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন জনকে আটক

মাদারীপুর: মাদারীপুরের শিবচর থেকে ১৫ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানান। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শেখপুর স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে মাদারীপুর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করে। এ সময় আটক করা হয় তিন জনকে। আটকরা হলেন- উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের মৃত রাজা মাতুব্বরের ছেলে আরিফ মাতুব্বর, উপজেলার তালতলা এলাকার গনি শেখের ছেলে বাবুল শেখ ও ফরিদপুরের সদরপুর উপজেলার আবুল শেখের ছেলে ইসমাইল শেখ। জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আল আমিন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।