মানব পাচারের দায়ে বিশ্বখ্যাত সংগীত শিল্পীর ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : মানব পাচারের দায়ে মেক্সিকোর বিশ্বখ্যাত সংগীত শিল্পী পেপে অগুইলারের ছেলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার হয়েছেন।

যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, চীনের চার অবৈধ অভিবাসীকে হোস অগুইলারের গাড়ির পেছনে মালামাল রাখার জায়গায় (বুট) পাওয়ার পর ফেডারেল এজেন্টরা তাকে গ্রেপ্তার করে।

অগুইলারের আইনজীবী জেরেমি ওয়ারেন বলেছেন, এ মামলার সঙ্গে জনপ্রিয় সংগীত শিল্পীর কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, তরুণ হোস অগুইলার মামলার বিষয়ে আদালতে তার বক্তব্য পেশ করবেন, গণমাধ্যমের কাছে নয়।

দুই সপ্তাহ আগে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে। তবে এ মামলার বিষয়ে বিস্তারিত জানানো হয় শুক্রবার।

যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন বিভাগ জানিয়েছে, স্যান ডিয়েগো সীমান্তে অগুইলারকে গ্রেপ্তার করা হয়। গাড়ির পেছনে লোক থাকার বিষয়টি শনাক্ত করে স্লাইফার কুকুর।

এ ঘটনায় জড়িত অবৈধ অভিবাসীরা জানিয়েছেন, নিজেদের যুক্তরাষ্ট্রে পাচার করিয়ে দিতে তারা অগুইলারকে ৩ হাজার থেকে ৬ হাজার ডলার দিতে রাজি হন।

হোস অগুইলার যুক্তরাষ্ট্রের নাগরিক। অভিযোগ নিষ্পত্তি না হলেও তিনি জামিনে মুক্তি পান। তার বাবা পেপে অগুইলার মেক্সিকোর নন্দিত সংগীত শিল্পী।

হোস অগুইলার গ্রামি অ্যাওয়ার্ড ও ল্যাটিন গ্রামি অ্যাওয়ার্ড জিতেছেন। হলিউড ওয়াক অব ফেমে ভূষিত তিনি।