মৃত্যু সাথে লড়াই করে হেরে গেলেন গৃহবধু শারমিন

চট্টগ্রাম প্রতিনিধিঃ কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া গৃহবধু শারমিন আকতার (২৬) মারা গেছেন। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, শুক্রবার (৩০ আগস্ট) ভোরে বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় পারিবারিক কলহের একপর্যায়ে শারমিন আকতার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীর প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।

তিনি বলেন, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তাকে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।