মেয়ের জামাইয়ের ছুরির আঘাতে শাশুড়ী নিহত

জেলা প্রতিবেদকঃ কিশোরগঞ্জে সদর উপজেলা দানাপাটুলিতে পারিবাহিক কোন্দলের জেরে জামাইয়ের ছুরির আঘাতে শাশুড়ী হালিমা খাতুন(৪৫) নিহত হয়েছেন।

ধবার (২১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের দানাপাটুলি গ্রামে এ ঘটনা ঘটে।

হালিমা খাতুন ওই গ্রামের ছায়াম উদ্দিনের স্ত্রী। ঘাতক হাবিবুল ইসলাম রনি (২৭) ওই ইউনিয়নের মনোয়ারপুর গ্রামের মৃত কালাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে বাবার বাড়িতে ছেলেকে নিয়ে থাকতেন স্ত্রী অরুনা খাতুন। মঙ্গলবার (২০ আগস্ট) ছেলেসহ স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি যান রনি। এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে রনির ঝগড়া হয়। পরে সেখান থেকে রনি চলে আসেন। বুধবার (২১ আগস্ট) দুপুরে শ্বশুর বাড়ি গিয়ে ছেলে আনন্দকে নিয়ে আসার সময় শাশুড়ি হালিমা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রনি তার শাশুড়ি হালিমা খাতুনকে ছুরিকাঘাত করেন। সেখানে থেকে রনি পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। গুরুতর আহত অবস্থায় হালিমাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, রনিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।