মোজাম্বিকে নির্বাচন ঘিরে আয়োজিত এক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলে আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে আয়োজিত এক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৯৮ জন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, গত বুধবার (১১ সেপ্টেম্বর) নামপুলা শহরের একটি স্টেডিয়ামে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি’র নির্বাচনী সমাবেশে ওই দুর্ঘটনা ঘটে।

কেন্দ্রীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমাবেশ শেষে স্টেডিয়ামের একটি গেট দিয়ে বের হওয়ার সময় উপচে পড়া ভিড়ের কারণে বেশ কিছু মানুষ পদদলিত হয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতালের পরিচালক কাচিমো মোলিনা জানান, হাসপাতালে ভর্তি আহত ৯৮ ব্যক্তির মধ্যে ১৮ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে গুরুতর আহত আটজন বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এছাড়া অন্যদের অবস্থা স্থিতিশীল।

মোজাম্বিকের অভ্যন্তরীণ মন্ত্রী বাসিলিও মোন্তেইরো এ ঘটনায় একটি তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।

আগামী ১৫ অক্টোবর মোজাম্বিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি’র ফ্রেলিমো পার্টি এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার প্রত্যাশা করছে।