মোশতাকের মন্ত্রিসভার সদস্যরা কাপুরুষ ছিলেন

নিজস্ব প্রতিবেদক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর যারা মোশতাকের মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন- তারা কাপুরুষ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় তিনি একথা বলেন। আগামী ৩০ আগস্ট ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

কামরুল ইসলাম বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তার মূল কুশীলব ছিলেন জিয়াউর রহমান। আত্মস্বীকৃত খুনি ফারুক-রশীদের টেলিভিশন সাক্ষাৎকারে দেখেছি জিয়াউর রহমানের সাথে তারা সাক্ষাৎ করেছেন। জিয়া তাদেরকে বলেছেন গো-এহেড।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা সেদিন প্রতিরোধ করতে পারিনি। আজকে বিএনপির ফখরুল ইসলাম একটা কথা বলার সুযোগ পান। বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্যই তাকে হত্যার জন্য দায়ী। আসলে মন্ত্রীসভার সদস্যরা এই হত্যাকাণ্ডের সাথে কোনো অবস্থাতেই দায়ী নয়। হত্যাকাণ্ডের মূল নায়ক হলেন জিয়াউর রহমান।’

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের প্রাক্তন নেতা আবদুল হক সবুজ।