যশোরে ইমরোজ হত্যা মামলার আরো ৪ জন আসামী আটক 

যশোর জেলা প্রতিনিধিঃ যশোরে ব্যবসায়ী ইমরোজ হোসেন হত্যা মামলায় আরো চার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও দুইটি চাকু উদ্ধার করা হয়েছে। বুধবার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আটককৃতরা হলো, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানে ছেলে মোহাম্মদ আলী (২৫), চাঁচড়া ডালমিল এলাকার আজিজুর রহমানের ছেলে রিংকু (২৬), চাঁচড়া মধ্যপাড়ার মৃত মিজানুর রহমান ভগোর ছেলে আতিকুর রহমান স্বাধীন (২২), ভাতুড়িয়া দাইপাড়ার মোহাম্মদ শাহাজাহানের ছেলে আব্দুর রহিম (২৫)।এব্যাপারে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রাব্বানী। এসময় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানি জানান, প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান সনাক্তের পর বুধবার ভোর ৫ টার দিকে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। আসামিদের স্বীকারোক্তিতে যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া আকিবুর রহমান নামে আরেক আসামির বাড়িতে অভিযান চালিয়ে দু’টি চাকু উদ্ধার করেছে ডিবি পুলিশের এসআই শামীম হোসেন ও মুরাদ হোসেন। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি।গত ২৪ জুলাই ভাতুড়িয়ার হরিয়ানা বিলের মধ্যে একটি ঘেরপাড়ে গুলি করে ও ছুরিকাঘাতে ঘের ব্যবসায়ী ইমরোজকে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের পিতার দায়ের করা মামলাটি প্রথমে কোতোয়ালি থানা পুলিশ এবং গত ৩০ জুলাই ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। বর্তমানে এসআই শামীম হোসেন মামলাটি তদন্ত করছেন। এর আগে এই মামলায় পাঁচজনকে আটক করে পুলিশ।