যশোরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুইজন নিহত

জেলা প্রতিনিধিঃ যশোরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলের চালক শহরের আহাদ অটোর কর্মচারী ও নিউমার্কেট এলাকার আসলাম হোসেনের ছেলে হাসান (২০) ও আরোহী নিউ টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী এফ ব্লকের সেলিম মিয়ার মেয়ে মালিহা আক্তার (১৪)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তায়েবা খাতুন (১৫) নামে মোটরসাইকেলের আরেক আরোহী। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে মাগুরার সিমাখালী বাজার থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি কদমতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান ও আরেকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে খাজুরা পুলিশ মরদেহ উদ্ধার করে ও আহত স্কুলছাত্রীকে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠায়।

খাজুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ও আহত স্কুলছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।