যশোর জেলা স্কুল থেকে ককটেল উদ্ধার

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: যশোর জিলা স্কুলের অডিটোরিয়ামের দক্ষিণ পাশে শহীদ মিনারের পিছন থেকে সোমবার দুপুরে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উক্ত স্কুলের কাজে নিয়োজিত শ্রমিকেরা পরিস্কার করতে গিয়ে একটি খাবারের প্যাকেটের মধ্যে লাল টেপদ্বারা পেচানো জর্দ্দার কৌটা ককটেল উদ্ধার করে। ককটেল উদ্ধারের পর র‌্যাবের একটি বিস্ফোরক দল বিকেলে কোতয়ালি মডেল থানায় আসেন। তারা উদ্ধারকৃত ককটেলটি দেখেন।

ককটেলটি আদালতের নির্দেশ ছাড়া নিষ্ক্রীয় করা যাবেনা তাই তারা ফিরে গেছেন। ককটেল উদ্ধারের ব্যাপারে কোতয়ালি মডেল থানার মোবাইল ডিউটিরত অবস্থায় কোতয়ালি মডেল থানার এসআই জিয়া জানান,তারা বেতার বার্তার মাধ্যমে জানতে পারেন দুপুর আনুমানিক পৌনে ৩ টায় শহরের জিলা স্কুলের ভিতরে অডিটোরিয়ামের দক্ষিণ ও শহীদ মিনারের পিছন থেকে লাল টেপদ্বারা পেচানো ককটেল উদ্ধার করে। পরে একটি পানির বালতির মধ্যে নিয়ে কোতয়ালি মডেল থানায় আনেন।

কোন চক্র নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে ককটেলটি উক্ত স্থানে রেখেছে। ককটেল উদ্ধার হওয়ার পর জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি হয়।