যেকোনো মুহূর্তে সরকার তার দণ্ড কার্যকর করতে পারবে

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ হওয়ায় তার মৃত্যুদণ্ড কার্যকরে আইনগত কোনো বাধা নেই। যেকোনো মুহূর্তে সরকার তার দণ্ড কার্যকর করতে পারবে।

তিনি বলেন, এখন মীর কাসেম আলী শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন। প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে তার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না।

মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রিভিউ আবেদন খারিজ হওয়ার পর অ্যাটর্নি জেনারেল এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন।

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘মীর কাসেম আলী বদর নেতা হিসেবে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। তার ফাঁসি বহাল না থাকলে আমরা হতাশ হতাম।’