রাজত্বটা আগেই পেয়েছিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : রাজত্বটা আগেই পেয়েছিল পাকিস্তান। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্বের fগদিটা দখলে এসেছিল গত মাসেই। এবার আনুষ্ঠানিকভাবে টেস্টের রাজদণ্ডটাও তুলে দেওয়া হলো পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হকের হাতে।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মিসবাহর হাতে টেস্টের এক নম্বর দল হওয়ার পুরস্কার এই রাজদণ্ডটি তুলে দেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।

২০০৩ সালে আইসিসির টেস্ট র্যাসঙ্কিং চালু হওয়ার পর এই প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-২-এ ড্র করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে মিসবাহর দল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর পঞ্চম দল হিসেবে টেস্টের এক নম্বরে স্থানে উঠেছে পাকিস্তান।

সেই এক নম্বর দল হওয়ার পুরস্কার রাজদণ্ডটি হাতে নিয়ে দারুণ উচ্ছ্বসিত মিসবাহ, ‘টেস্টে এক নম্বর দল হওয়ার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এটি আমার জীবনের স্মরণীয় মুহূর্তগুলোর একটি। ক্রিকেট ক্যারিয়ারের সেরা দিন।’

সাত বছর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিল পাকিস্তান। সেই গাদ্দাফি স্টেডিয়ামেই টেস্টের রাজদণ্ড হাতে নিলেন পাকিস্তানি অধিনায়ক।

মিসবাহর আশা, খুব শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড গ্রহণ করার জন্য এই গ্রাউন্ডের চেয়ে আর ভালো জায়গা হতে পারে না, যেখানে আমরা সাত বছর আগে টেস্ট খেলেছিলাম। এটা খেলোয়াড় ও সমর্থকদের জন্য পরিতাপের বিষয় যে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পথচলাটা দেশের বাইরে করতে হয়েছে। খেলোয়াড়রা দর্শকদের সমর্থন (হোম ভেন্যুতে) মিস করেছে। কিন্তু আমি আত্মবিশ্বাসী, সবকিছু পরিবর্তন হবে এবং শিগগিরই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।’

পাকিস্তানের প্রশংসা করেছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, ‘টেস্টের এক নম্বর স্থানে উঠে যাওয়াটা দুর্দান্ত এক অর্জন। এই রাজদণ্ড সত্যিকার অর্থেই পাকিস্তানের প্রাপ্য। ২০০৯ সাল থেকে দেশের মাটিতে না খেলেই পাকিস্তান টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি দখল করে নিয়েছে।’