রূপালী ব্যাংকের ৯২৩৭ কোটি টাকা মামলায় আটক

রূপালী ব্যাংকের ৯২৩৭ কোটি টাকা মামলায় আটক
নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছরের জুন পর্যন্ত নিষ্পত্তির অপেক্ষায় থাকা রূপালী ব্যাংকের মামলার সংখ্যা সাত হাজার ৪৫৯। এসব মামলায় ব্যাংকটির ৯ হাজার দুইশ ৩৭ কোটি ছয় লাখ টাকা আটকে রয়েছে।
সম্প্রতি রূপালী ব্যাংক এ সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকটির অর্থ ঋণ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার সংখ্যা দুই হাজার ৯১৫। এ ক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ চার হাজার ১৩৬ কোটি ৮৬ লাখ টাকা।
রিট মামলার সংখ্যা ২০৩। এ ক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ দুই হাজার ৬৬৬ কোটি ৫২ লাখ টাকা। সার্টিফিকেট মামলার সংখ্যা তিন হাজার ৭১২। এ ক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ছয় কোটি ৫৩ লাখ টাকা। দেউলিয়া মামলার সংখ্যা সাতটি। এ ক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ ১৭ কোটি ৬৮ লাখ টাকা। এ ছাড়া অন্য মামলার সংখ্যা ৬২৯। এ ক্ষেত্রে জড়িত অর্থের পরিমাণ দুই হাজার ৪১৬ কোটি টাকা।