রেলওয়ের উচ্ছেদ অভিযানে হামলা

নিজস্ব প্রতিবেদকঃ রেলওয়ের পূর্বাঞ্চলের পাহাড়তলীতে উচ্ছেদ অভিযানে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অভিযানে অংশ নেওয়া বুলডোজারের চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে পাহাড়তলীর আমবাগানে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও দখলে থাকা রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান চালায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। আমবাগানের আশপাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু দুপুরে রেলওয়ের কর্মকর্তারা খাবার খেতে গেলে, হঠাৎ বুলডোজার লক্ষ্য করে উপর্যপুরি ইট-পাটকেল নিক্ষেপ করে অবৈধ দখলদাররা।

এতে ওই বুলডোজারের সামনের জানালার অংশ ভেঙে যায়। এ সময় আহত হন বুলডোজার চালক। পরে খবর পেয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে, দ্রুত তারা সটকে পড়েন।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, দুপুরের খাবার বিরতির সময় বুলডোজার লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে এর চালক আহত হন। তবে আমরা অভিযান অব্যাহত রেখেছি। শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।