রোহিঙ্গাদের আশ্রয় দিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না

মাদারীপুর প্রতিনিধি : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, মিয়ানমারে যে ধ্বংসযজ্ঞ চলছে তা খুবই অমানবিক। রোহিঙ্গাদের আশ্রয় দিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাই আমরা স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি।

রোববার সকালে মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। বিগত বছরে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এ ঘটনার জন্য জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। তাই তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর আছমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক, মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ প্রমুখ।