আখাউড়ায়

লকডাউন আইন অমান্য করে দোকান খোলা রাখাই ৪ ব্যবসায়ী জরিমানা

মোঃ সিজান খাঁন সোহাগ, অনুসন্ধানী প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারে লকডাউন আইন অমান্য করে সরকারের দেওয়া নির্ধারিত সময়ের পরও মুদি দোকান ও সেলুন খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় এক মুদিপণ্য  ব্যবসায়ীকে  ২০০০ টাকা, ও এক সেলুন ব্যবসায়ীকে ৩০০০ টাকা জরিমানা করা হয়, মোবাইল কোর্ট অভিযান পরিচালনা শেষে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন সরকারের দেওয়া নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরও ফার্মেসি ব্যতীত অন্য যে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান খোলা রেখে গণজমায়েত ও জনসমাগম সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার পাশাপাশি এ ধরনের মোবাইল কোট অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাধারণ মানুষের উদ্দেশ্য করে সচেতন মূলক নির্দেশনায় তিনি বলেন সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য নিজে পরিবার সমাজ তথা দেশকে রক্ষা করা সহ অযথাই বাড়ির বাহিরে ঘুরাফেরা থেকে বিরত থাকতে পরিশেষে মানুষকে সচেতন থাকার আহ্বানও জানান উপজেলা নির্বাহী অফিসার।