শাহজালালে প্রায় ৯ হাজার পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গা আটক

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯ হাজার পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তাদের দুজনের কাছেই বাংলাদেশের নাগরিক পরিচয় পত্র পেয়েছে আর্মড পুলিশ। মিয়ানমারের নাগরিক নজরুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ জুবায়ের (২২) কে আটকের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন। বিমানবন্দর সুত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনক চলাফেরা করছিলেন নজরুল ও জুবায়ের। তাদের সন্দেহ জনক আচরণ দেখে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা ওই দুই জনকে অনুসরণ করেন। তাদের সঙ্গে কথা বললে পুলিশ সদস্যদের বিভ্রান্তিকর ও সন্দেহজনক তথ্য দেয়। পরবর্তীতে দুজনকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তখন দুজনই স্বীকার করেন তারা পেটের ভেতরে করে ইয়াবা বহন করছেন। প্রায় ৯ হাজার ইয়াবা কালো টেপ দিয়ে প্যাচানো অবস্থায় গিলে পেটে বহন করছে তারা।

সূত্র জানায়, নজরুল ইসলাম অ মোহাম্মদ জুবায়ের অনেক আগে বাংলাদেশে এসেছেন। দুজনই এক সময় বাংলাদেশী ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে রাঙ্গুনিয়ার লক্ষীর খিল এলাকায় বসবাদ করতেন তারা। রাঙ্গুনিয়ার লক্ষীর খিল ঠিকানা ব্যবহার করে তারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে।

এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গলে সন্দেহজনক আচরণ দেখা যায়। পরবর্তী অনুসন্ধানে দুজনের পেটে প্রায় ৯ হাজার পিস ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এই ইয়াবার বাজার মুল ৪৫ লাখ টাকা বলে জানা গেছে। দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থামায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।