শাহ আমানতে দুই যাত্রীর কাছ থেকে ৩২১ কার্টন সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৩২১ কার্টন সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই’র টিম বুধবার (১১ ডিসেম্বর) এসব পণ্য উদ্ধার করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে আসেন ফটিকছড়ি উপজেলার মো. আরমান। তার লাগেজ থেকে ৭২ কার্টন ডানহিল ও ১৪৪ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। শরীর তল্লাশির সময় মোবাইলের ব্যাটারির জায়গায় লুকানো একটি ২৪ ক্যারেটের স্বর্ণের বার পাওয়া যায়।

এ সময় আন্তর্জাতিক আগমন বিভাগের লাগেজ বেল্টে অপর এক যাত্রীর লাগেজে পরিত্যক্ত অবস্থায় ২০ কার্টন ডানহিল ও ৮৬ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

আটক যাত্রী, সিগারেট ও স্বর্ণের বার পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।