শিশুদের জন্য ইন্টারনেট বন্ধ নয় বরং নিরাপদ ইন্টারনেট বিষয়ে সচেতন থাকতে হবেঃ মোস্তাফা জব্বার

বিশেষ সংবাদদাতা; ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব  মোস্তাফা জব্বার  বলেছেন, প্রযুক্তির অভাবনীয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মেধা ও সৃজনশীলতার  পরিচর্যা করা অপরিহার্য। আগামী দিনের দুনিয়ায় মেধা ও সৃজনশীলতার চেয়ে বড় কোন সম্পদ হতে পারে না। শিশুদের জন্য ইন্টারনেট বন্ধ নয় বরং নিরাপদ ইন্টারনেট বিষয়ে অভিভাবকের সচেতন থাকতে হবে। তিনি বলেন, ইন্টারনেট হচ্ছে জ্ঞান ভান্ডার। আমাদের সন্তানদের মেধা বাংলাদেশের জন্য একটি বড় শক্তি।

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ আন্ত:জেলা সাংস্কৃতিক  প্রতিযোগিতা ২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক  ফোরাম সভাপতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেন, আমাদের প্রজন্মের দিন যেভাবে কেটেছে, আগামী দিন জীবন এই জায়গায় থাকবে না, মেধা নিয়ে এগুতে হবে। আর এই মেধার চর্চা  শৈশব থেকেই শুরু  করতে হবে। তিনি মেধা ও  সৃজনশীলতার ওপর পরিচর্যার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, যথাযথ পরিচর্যা  করতে পারলে আজকের এই প্রজন্মের সন্তানরা বাবা মায়ের মুখ উজ্জ্বল করবেই। তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, তাদের নিরাপদ রাখতে হবে, তাদের প্রতি যতœবান হতে হবে।

মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম ও শিল্প- সংস্কৃতি চর্চায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গৌরবদীপ্ত ভ‚মিক বর্ণনা  করে বলেন, সমাজ, সভ্যতা ও সংস্কৃতির ভিত বিনির্মানে ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত এই অঞ্চলের মানুষের ঐতিহাসিক অবদান জাতির ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ভাটি অঞ্চল সমৃদ্ধ প্রাচীন এই জনপদে মসনদে আলা ঈসা খাঁর সংগ্রামী জীবনালেখ্য, দ্বীজবংশী দাস, চন্দ্রাবতি ও মনসুর বয়াতি প্রমূখের রচনা ভান্ডার, মৈমনসিংহ গীতিকার আন্তর্জাতিক বিস্তৃতি এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সৈয়দ নজরুল ইসলামের ভ‚মিকা জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক ইতিবৃত্ত বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, ব্রহ্মপুত্র -যমুনা অববাহিকার বিশাল লোক ঐতিহ্য ও সাংস্কৃতির উত্তরাধিকার  ও ভবিষ্যতের বাহন।

মন্ত্রী বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তিনি আশা করেন এই প্রতিযোগিতার মাধ্যমে  নবীন প্রতিভা অন্বেষণে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর,নেত্রকোণা,শেরপুর ও কিশোরগঞ্জ  জেলার শিশু- কিশোররা জাতীয় পর্যায়ে  নতুন প্রতিভা হিসেবে বিকশিত হবে।

অনুষ্ঠানে  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান,  বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের নির্বাহী  সভাপতি,নৌ-পরিবহন সচিব মো: আব্দুস সালাম এবং   সাধারণ সম্পাদক রাশেদুল  হাসান শেলী বক্তৃতা করেন।