শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বেদীতে ফুল নিয়ে উপস্থিত হয়েছেন বিদেশিরাও

ঢাকা: শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বেদীতে ফুল নিয়ে উপস্থিত হয়েছেন বিদেশিরাও। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন দেশের অসংখ্য মানুষকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়। গ্যাস্ট্রোলজিস্ট কনফারেন্স ২০২০-এ অংশগ্রহণ করতে ব্রিটেন, আমেরিকা, নেপালসহ বিভিন্ন দেশের ১৬ জন ডা. বাংলাদেশে এসেছেন। গ্যাস্ট্রোলজিস্ট কনফারেন্সের সঙ্গে যুক্ত ডা. তাহমিনা ও ডা. সুলতানা পারভীন জানান, বিদেশিরা আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস আগে থেকেই জানতো এবং তারা স্বপ্রণোদিত হয়েই আজকের দিনে শহীদ মিনারে এসেছেন শহীদদের শ্রদ্ধা জানাতে।
ভাষা আন্দোলনের ইতিহাস জানেন কিনা এমন প্রশ্নের উত্তরে ডা. নিয়েল হকস বলেন, আমরা বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের জীবন দানের ইতিহাস শুনেছি। তাই সেই শহীদদের শ্রদ্ধা নিবেদন করতেই এখানে এসেছি। বাংলায় কিছু বলতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ধন্যবাদ, শুভ সকাল। শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন- ডা. মার্ক ফিনি, ডা. উমাকান্ট ডেইভ, ডা. মেসবাহুর রহমান, ডা. মাসুদ, ডা. মাহমুদ হাসান প্রমুখ।