শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

সুমন হোসেন শাওন, শ্রীনগর, মুন্সীগঞ্জঃ “মাছচাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ, মৎস্য সেক্টরের সমৃদ্ধি-সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে- মুন্সীগঞ্জ শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ (১৭-২৩ জুলাই, সাতদিনে কর্মসূচী সফল) করে- মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে। ২৩ জুলাই মঙ্গলবার ১১টায় ইউএনও সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার সভাপতিত্তে¦ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান। আরোও উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন মৃধা, বিভিনè বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মৎস আড়ৎদার, মৎস্যজীবীসহ প্রমূখ। এ সময় মাছের পোনা প্রতিপালনে গুরুত¦পূর্ণ অবদানের জন্য মৎস্য চাষী মোঃ ফারুখ এবং কার্পজাতীয় বড় মাছ প্রতিপালনে গুরুত¦পূর্ণ অবদানের জন্য ওয়াসিম আহমেদ স¦পনকে সম্মাননা স¥ারক প্রদান করেণ।