সবচেয়ে বেশি আয় মেসির, দ্বিতীয় রোনালদো

খেলা ডেস্কঃ এই মৌসুমে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন লিওনেল মেসি। তালিকার দ্বিতীয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর কোচদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন দিয়েগো সিমিওনে।

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় মেসি ও রোনালদোর পরেই আছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

‘ফ্রান্স ফুটবল’র রিপোর্ট অনুযায়ী, এই মৌসুমে বেতন, বোনাস এবং বিজ্ঞাপন থেকে মোট ১৩১ মিলিয়ন ইউরো আয় করেছেন মেসি, যা গত মৌসুমের চেয়ে ১ মিলিয়ন ইউরো বেশি।

এদিকে জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ডের আয় বেড়ে দাঁড়িয়েছে ১১৮ মিলিয়ন ইউরোয়। এই মৌসুমে নেইমারের আয় ৯৫ মিলিয়ন ইউরো এবং ৩৮.৫ মিলিয়ন ইউরো আয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন বার্সার ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান।

এদিকে কোচদের তালিকায় শীর্ষে থাকা সিমিওনের আয় ৪০.৫ মিলিয়ন ইউরো। তবে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় হিসাবে ধরা হয়নি।

অ্যাতলেতিকো মাদ্রিদ কোচের পরের দুই স্থানে আছেন যথাক্রমে ইন্টার মিলানের কোচ আন্তোনিও কন্তে (৩০ মিলিয়ন ইউরো) এবং ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওলা (২৭.৫ মিলিয়ন ইউরো)।