সম্পৃতির বাংলাদেশে মাদক ব্যবসা চলবেনা পুলিশ সুপার মো: আনিছুর রহমান

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া )সংবাদদাতাঃ বিজয়নগরে বিভিন্ন পুজামন্ডব পরিদর্শনে এসে ধর্মদাস পুজামন্ডবে সুধি সমাবেশে পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান পিপিএম বলেন ,বাংলাদেশ একটি সম্পৃতির দেশ এখানে ধর্মীয় কোন বিরোধ নেই সবাই একসাথে উৎসব পালন করে।

আর বিজয়নগর তথা ব্রাহ্মণবাড়িয়ায় কেউ কোন মাদক ব্যবসা ও জুযার ব্যবসা করতে পারবেনা এবং আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে তাই সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে ।গতকাল সোমবার রাতে পুজামন্ডব পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার সদও সার্কেল রেজাউল কবির ,বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান, ওসি জিয়াউল হক তারিক ,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক দ্বীপক চৌধূরী বাপ্পি ,জেলা নাগরিক কমিটির সভাপতি পিজুশ ক্রান্তি আচার্জ,প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু ,পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কার্তিক রায় ,সাংবাদিক রাজিব ,অপূর্বদেব প্রমোখ ।