সাবমেরিন কেবলের এজিএম হতে যাচ্ছে কুয়াকাটায়

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের অন্যতম নান্দনিক পর্যটন স্পট কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় অবস্থিত এসএমডব্লিউ-৫ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির এজিএমের তারিখ ঘোষণা করা হয়। এজিএমের তারিখ প্রকাশ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, বিএসসিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা, আগের বছর যা ছিল ৭৮ পয়সা।

৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৩ টাকা ৯৫ পয়সা, ২০১৫ সালের একই সময়ে যা ছিল ২৬ টাকা ৯১ পয়সা। ২০১৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় বিএসসিসিএল।