সিরাজগঞ্জে এক রাতে তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এক রাতে তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর-কনের অভিভাবকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলডোব কিসমত পাড়ায় অভিযান চালিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন (১৩), সন্ধ্যা সাড়ে ৬টায় শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছা. মানিয়া খাতুন (১৫) ও রাতে একই গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী আশা খাতুনের (১৪) বাল্যবিয়ে বন্ধ করা হয়।
এসব অভিযানে বরের চাচা, কনের বাবা ও মায়ের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে বা-মায়ের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।