সিরাজদিখানে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষকদের প্রতিবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে শিক্ষকদের উপর পুলিশের নেক্কারজনক হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সারা দেশে গতকাল শনিবার সকাল ১১ থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষা গুরুর উপর পুলিশের হামলার প্রতিবাদে সকল শিক্ষক এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। উপজেলার ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বিভিন্ন বেসরকারি কিন্ডারগার্টেন, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকা শান্তিপূর্ণ মহাসমাবেশে শিক্ষকদের উপর পুলিশ নেক্কারজনক হামলা চালায়। তাঁদের শহীদ মিনারে ঢুকতে না দিয়ে হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেক শিক্ষক আহত হন। এ হামলা থেকে নারী ও বয়স্ক শিক্ষক ও রেহায় পাইনি। বেশ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এতে ফুঁসে উঠে সারা বাংলার শিক্ষক সমাজ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তার অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে সারা দেশের শিক্ষক প্রতিবাদ কর্মসূচি পালন করেন।