‘সুস্থ ও সবল মানুষদের নিয়মিত রক্তদান করা উচিত’

নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুস্থ ও সবল মানুষ প্রতি তিন মাস অন্তর রক্ত দিতে পারে। তাদের নিয়মিত রক্ত দান করা উচিত। কেননা নিয়মিত রক্তদান করলে হৃদরোগ, ক্যানসারসহ অনেক রোগের ঝুঁকি কমে। ডেঙ্গুর এ মৌসুমে রক্তের চাহিদা বেশি। তাই সকলেরই রক্তদানে এগিয়ে আসা উচিত।
মঙ্গলবার (২০ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শোকদিবস উপলক্ষে যারা স্বেচ্ছায় রক্তদান করছেন, তারা সকলেই বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসেন বলেও মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ। এত আরও বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আবদুল মান্নান ইলিয়াস প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় জাদুঘরের বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থার প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।