স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সাক্ষাৎ সোমবার

বিশেষ সংবাদদাতাঃ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রবের নেতৃত্বে সোমবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে কথা বলতে যাবেন ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল।

রোববার (২০ অক্টোবর) ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সাক্ষাতের অনুমতির বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা। একইসঙ্গে যারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তাদের একটি তালিকাও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে।

এরআগে রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন জোটের শীর্ষ নেতারা।