স্মরণে বরণে কথা -কবিতা

কলকাতা প্রতিবেদকঃ গানে এই শিরোনামে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে গত ২৫শে আগস্ট সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (ভারতীয় হাইকমিশন, ঢাকা)। অনুষ্ঠানের মূল শিল্পীরা তাদের কথা, কবিতা, গানে শ্রদ্ধাভরে স্মরণ করেন এই গুণীদের ।

ড.শাহাদাৎ হোসেন নিপু বঙ্গবন্ধু স্মরণে কবিতা আবৃত্তি করেন, নজরুল স্মরণে সঙ্গীত পরিবেশন করেন ভারতীয় নজরুল সঙ্গীতশিল্পী সোমঋতা মল্লিক, রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শ্রী মহাদেব ঘোষ।

শিল্পী মহাদেব ঘোষ একে একে গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’, আছে দুঃখ আছে মৃত্যু’, ‘তুমি রবে নীরবে’ ও ‘তুমি কি কেবলি ছবি’। ভারতের শিল্পী সোমঋতা মল্লিক গেয়ে শোনান ‘আমি চিরতরে দূরে চলে যাব’, ‘যেদিন লব বিদায়’, ‘এই শিকল পরা ছল’, ‘তোরা সব জয়ধ্বনি কর’ ও ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানগুলো। অনুষ্ঠানের সূচনা হয় শাহাদাৎ হোসেনের কন্ঠে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে।