সড়ক দুর্ঘটনায় থাইল্যান্ডে ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের সা কায়েও প্রদেশে যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ছয় নারীসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাতে জানিয়েছে থাই সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির রাজধানী ব্যাংকক থেকে দুইশ’ কিলোমিটার পূর্বে অবস্থিত সা কায়েও প্রদেশের ওয়াং সমবুন জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার সকালে ওয়াং সমবুন জেলা অফিসের সামনে সংস্কারাধীন সড়কে যাত্রীবাহী ওই ভ্যানের সঙ্গে ১৮ চাকার একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ভ্যানের ভেতর থেকে চালক ও যাত্রীদের মরদেহ উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়।

নিহত ১১ জনের মধ্যে ছয় নারী ও পাঁচ পুরুষ রয়েছেন। ভ্যানের চালক ছাড়া বাকি নিহতরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের নাগরিক। আর ভ্যানচালক থাইল্যান্ডের বাসিন্দা। এছাড়া আহত চারজনের মধ্যে তিনজন লাওস ও ট্রাকটির চালক থাইল্যান্ডের বাসিন্দা।

দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলেও খবরে জানানো হয়।