হরিপুরে আড়াই ঘণ্টায় পুড়ল ২০টি ঘর

মোঃ আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে আগুনের ঘটনায় ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরইমধ্যে ঘরে থাকা টাকা আসবাবপত্র, ধান, চাল ও গবাদিপশুও পুড়ে যায়।

রোববার দুপুরে উপজেলার সদর ইউপির তোররা-ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের এহসান আলীর ছেলে সুলতান, মহসিন আলীর ছেলে আসিনুর, মহসিন আলীর বিধবা স্ত্রী রশেদা বেওয়া, আনিসুর রহমানের ছেলে আফিল উদ্দীন, আফাজ উদ্দীনরে ছেলে ওলিউর রহমান, আজিজুলের ছেলে আবু হাইদার, একরামুল হক, ইসমাঈলের ছেলে নজরুল ইসলাম ও আব্দুর রহিমের ছেলে আব্দুল খালেক।

প্রত্যক্ষদর্শী আবু কালাম আজাদ জানান, স্থানীয় সুলতানের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আড়াই ঘণ্টায় ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, আগুন লাগার পর পরিবারগুলোর সদস্যরা চারদিকে ছুটোছুটি করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এ ঘটনায় ২০ ঘরসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।