হরিপুরে জীবনপুর ডাকঘর  ভবণটি ফাটল আতংকে কর্মকর্তা কর্মচারী বৃন্দ

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় জীবনপুর মৌজায় দেশ ভাগের পূর্বে ডাকঘরটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে উপজেলা সদরে স্থান্তানত করা হলে, ১৯৮৫  সালে এরশাদ সরকারের আমলে ভবন নির্মাণ হলেও ভবনটি নির্মাণে  ত্রুটিপূর্ণ ছিল।  ছাদের পানি নিষ্কাশনে ব্যবস্হা না থাকায় ছাদের পানি জমে,  ভবনটির ছাদ শ্যাওলা জমে নষ্ট হয়ে যায় ।
হরিপুর উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত জীনবপুর ডাকঘর টি , প্রতিনিয়ত  মানুষের সেবা দিয়ে আসছে ।২০১৯ সালে ভবনটির সরেজমিন দেখা যায় ভয়ানয়ক ফাটল ও পলাষ্টার ছাদের প্রতিদিন খসে পরে। ছাদের নীচের অংশ ফাটল কখন কি হয় কে জানে, বর্তমানে দায়িত্ব প্রাপ্ত পোষ্ট মাস্টার শ্রী অনীল চন্দ্র রায় জানান, বর্তমানে কর্মরত সাত জন কর্মচারী আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে  দায়িত্ব পালন করছি। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে জেনেও তারা জীবনে মায়া ত্যাগ করে।
 সংসারে  চালানোর তাগিদে তাই বাধ্য হয়ে অফিসে আসতেন।অনেক দিন ধরে উর্ধতন কর্তৃপক্ষ নিকট লিখিত অভিযোগ করে কোন ফল হয়নি।
এমতাবস্থায় আমাদের  এলাকার জনসাধারণের দাবি  জরুরি  ভিত্তিতে জরাজীর্ণ ভবনটির ভিতর অফিশিয়াল কার্যক্রম  অনত্র সরিয়ে নিয়ে, না নিলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘনা ঘটতে পারে।